আবেগঘন সংলাপ নষ্ট হয়ে যায়;
স্মৃতিরা ফিকে হয়ে আসে,
অনুভূতির রেশ কেটে যায়;
নিয়তির প্রতিবিম্ব দুষ্টের হাসি হাসে।
যোগাযোগ যায় চিরতরে ঘুচে;
শুকিয়ে যায় চোখের জল,
সম্পর্কের সরলরেখা যায় কালান্তরে মুছে,
সবকিছুই যেন কোনো দুঃস্বপ্ন দেখার ফল।
মাস গড়ায়, বছর ফুরায়,
থেমে যায় সম্বন্ধের পূর্ণ বিকাশ,
ভাল- মন্দের সংঘাত যেন মূল্যহীন;
শেষ হয়ে যায় ভালবাসার বহিঃপ্রকাশ।
কষ্টের আঙিনায় ভাষারা ধরা দিলেও
এসব তোমার চোখে আর দেবে না দেখা;
তবুও মনের অলিন্দে ব্যথাতুর হৃদয় জানায়-
এই শব্দমালা আজ তোমার জন্যই লেখা।
আমার অর্থ তুমি অতীতে না বুঝলেও
অতীতের প্রেক্ষিতে তুমি ছিলে আমার কাছে দামী;
এ জীবনে আর কাছের মানুষ নাই বা হলাম,
দূরের প্রার্থনায় আজ 'ভালো থেকো তুমি'।
একটি মন্তব্য পোস্ট করুন