স্রোত - শুভ দত্ত

 
 

আপন স্রোতে বয়েছ তুমি

লাগেনি শরীরে ধুলো,

আমার স্রোত ক্লান্ত খুব

দু-মুঠো চাল চুলো

 

 

থাকি চেয়ে যদি আকাশপানে

থাকো তুমি শূন্য মনে

কথা কিছু তোমার ধুলো হয়ে উড়ে,

আবার যখন স্রোতে

দুনয়ন মাথা পাতে

 তোমার ছায়া স্তব্ধ হয়ে জড়িয়ে আমায় ধরে

 

 

তোমায় আমি মন্দ বাসি

গল্পেতে তাই ফিরে আসি

বোধ হয়আমি তোমার খারাপ থাকার কারণ,

আকাশ ছোঁয়া তোমার বাড়ি

পার দিতেই তেতো আড়ি

তবুও আমার একলা লাগা বারণ 

 


Post a Comment

নবীনতর পূর্বতন