এত ভালো ভাল নয় - দিলীপ কুমার দাস


এই বয়সে এসে যতই আফসোস হোক ,

না বলে পারছি না আর -

এত ভালো ভাল নয়সংশয় প্রবল

 

সংশয় মানেই ভয় ,

চারদিকে ছড়ানো সব ভাল দেখে মনে হয়

দু'দিনেই হবে না তো মন্দ!

 

ইতিহাস এটাই বলে - আগুন খারাপ

সবকিছু পোড়ায় শুধু

তবু ঐ আগুনই সত্য।

জীবন বাঁচায়

 

অবক্ষয়ও চিরসত্য ,

নতুন সৃষ্টির জন্য তারও আছে দান

সঞ্চয়ের সূচিতে নিত্য।

 

মন্দ ঠিক এভাবেই ভালোকে না দেখলে ,

চর্চায় ভাটা পড়ে যেত

দু'জনের ক্রিয়াকর্মে না রেখে আফসোস।

 

বটের ছায়াতেই পায়

পথশ্রান্ত পথিক তার জরুরী আশ্রয়,

সেখানেও চিন্তা অনেক।

 

সাপের আস্তানার পাশে, পাখির বিষ্ঠা

পথিককে অশান্ত করে ,

এক সত্যে - সব ভালো ভাল নয় কখনো ।

 

ভালোর আড়ালেই থাকে মন্দের আবহ ।

সাপের ফণাটি সুন্দর, দংশনে মৃত্যু ।


Post a Comment

নবীনতর পূর্বতন