বাঁচতে দাও
শ্রমিক যাবে মরে
তবুও আন্দোলন করে
ভুখা পেটে মিটিং মিছিল হয় না
পেট ভর্তি থাকলেই সবকিছু করা সম্ভব।
অনাগত ঝড়
সবই গেছে উড়ে
দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায়
গোধূলি আলোয় সাঁতার কাটছে জীবন।
মাটির পৃথিবী
তবুও রুক্ষ বাস্তব
জীবনের বন্দরে সারি সারি লাশ
অভুক্ত পেট, কাঁদছে সংসার নামক বধ্যভূমি।
শ্রমিক মরছে
বুকের পাঁজর ঝাঁঝরা
কান্নার উপকথা কাব্য হয়
মুখ থুবড়ে পড়ে আছে অলৌকিক সভ্যতা।
একটি মন্তব্য পোস্ট করুন