পঙক্তি থেকে হয়ে ওঠো গলার মালা,
খাতা থেকে আজ বেরিয়ে এস
ছড়িয়ে পড় দিগন্তের গগনে।
ছন্দ হয়ে ওঠো জীবনপথ,
আজ কলমের নয়
আঙুলের ছোঁয়ায় ভাসিয়ে দাও মোরে।
কাব্য থেকে বেরিয়ে,
আজ হয়ে ওঠো প্রিয় বন্ধু।
কথা কও আমার সাথে
যে কথায় মরণ হবে প্রকৃতি।
তুমি আজ কবিতা নয়
আজ বরং বন্ধু হয়ে পাশে বসো,
হেঁটে যাও কিছু পথ আর
গেয়ে যাও দু'টো কলি...।
একটি মন্তব্য পোস্ট করুন