বিয়ে বাড়ী। বেশ ধুমধাম। ডেকোরেটার্স সব সাজিয়ে দিয়ে গেছে। ক্যাটারার্স-ও তৈরী। সানাইয়ের আওয়াজও ভেসে আসছে। মোটামুটি সব কাজ শেষ। ছাদনাতলায় বর এসে গেছে। সবাই উৎসুক! দেখতে দেখতে সাতপাক শুরু হ'ল।
… হঠাৎ-ই একটা হৈ, হৈ !
- কী হ'ল? কী হ'ল?
- কী আর হবে! পিঁড়ির থেকে বৌ পড়ে গেছে।
- যে যার মতো ব'লতে লাগলো।
- মামণি ওঠো। পিসি উঠে পড়ো।
- দিদিভাই ওঠ।
এই রকমই বলাবলি চলছে। যেমন চলে আর কী!
এরই
মধ্যে হঠাৎ কে যেন বলে উঠল – বৌদি উঠুন।
আরে! কে বলল, - বৌদি উঠুন ? পাত্রপক্ষের কেউই তো নেই এখানে! পাত্রপক্ষের
কাউকেই তো দেখা যাচ্ছেনা!
- কে যেন আলগোছে ফোড়ন কাটল, কেন পাত্র তো আছে!
সবাই
তাকিয়ে দেখে পাত্র কাঁচুমাচু ! বুঝলো, ওই ঘাবড়ে
বলে ফেলেছে!
'বৌদি’কে থুড়ি পাত্রীকে ঘিরে চতুর্দিকে হাসির হিল্লোল।
একটি মন্তব্য পোস্ট করুন