পথে ঘাটে প্রতিদিন দেখি
কত নগ্নতার ছবি – কত অবিচার
তবু চোখ বুজে থাকি
দেখেও দেখি না অন্যায়ের কালো রূপ
কামনার বীভৎস চেহারা
নৃশংসতার কদর্য কঙ্কাল!
মেরুদণ্ডহীন কাপুরুষ আমরা।
যদি বিবেক বলে প্রতিবাদ করতে
তাই বসে থাকি চোখ বুজে।
কী কাজ ঘাঁটিয়ে ওদের,
তার চেয়ে সুখে থাকি ভালোমানুষ সেজে।
আমরা তো বুদ্ধিজীবী –
বুদ্ধি বেচে সুখে আছি বেশ।
আমরাও প্রতিবাদ করতে জানি
জানি মোমবাতি মিছিল করতেও
তবে এখানে নয়
অন্য কোথাও অবিচার হলে।
আমরা যে সহনশীল বুদ্ধিজীবী!
এখানে অন্ধ হলে কী হবে
আমাদের দূরদৃষ্টি প্রসারিত
নিজ ভূমি ছাড়া অন্য সবখানে।
হেথা নয় – হেথা নয়
অন্য কোথা – অন্য কোনখানে!
একটি মন্তব্য পোস্ট করুন