স্বপ্ন-আশা - শংকর ব্রহ্ম

 

                                            মুঠো ভর্তি ফুলরেণু

      রংবেরংয়ের আশা একদিন ভাষা পাবে ভেবে,

তুলে রাখি গোপনে সিন্দুকে, পরম আদরে

                   নিন্দুকে বলবে কত কথা, তা ও জানি

তবু কাঁথা কানি জড়িয়ে,এসো বসি এখন,

      এইবার শীতে, আর কোথাও যাব না বেড়াতে।

 

অন্তরে তুমি গান ধরবে গুনগুন স্বরে,

          মৌমাছিরা ছুটে আসবে ঘরে আদর করবে,

সবরেণু ঝরে পড়বে তোমার উপরে

                                     এরপর ফিরে যাবে ওরা,

তারপর কি যে হবে,তা কি

                               কোনদিনও ভেবেছো অন্তরে?

 

শোন তবে,মুঠো ভর্তি রংবেরয়ের স্বপ্ন আশা

            একদিন ভাষা পেয়ে, ফুলের মতো ফুটবে,

তারপর দ্রুত মৌমাছিরা ছুটবে

                                      আনন্দে দিশেহারা হয়ে,

            তাতে আবার তুমি কুঁকড়ে যেয়ো না ভয়ে।

সে কথা কি তুমি, জানতে চাও তবে?

                         কোথায়, কি ঘটবে জীবনে কবে?

 


Post a Comment

নবীনতর পূর্বতন