প্রিয় পুরুষের ঘ্রাণ - শেখ আব্বাস উদ্দিন

 

বুকের ভেতর এখন তোলপাড়

তছনছ করে খুঁজে দেখি সে জেগে আছে কিনা

কি অদ্ভুত, সে চলে যায় আর রেখে যায় বিড়ম্বনা বড়

আমাকে দিয়ে যায় আকাশ ভরা নিঃস্বতা আর

কিছু অনুভূতি, যা ঠিক বলে ওঠা হয় না।

বৃক্ষের কাছে ফিরে যাই মানুষ হবার দীক্ষা নিতে

কিন্তু পুরুষ হয়ে ফিরে আসি বারবার

বিস্ময় লেখা থাকে নদীর ভাঙ্গনে..!

সুগন্ধি তেলের বায়বীয় গন্ধের মত

প্রেম ছড়িয়ে থাকে বিছানায়।

 

বিক্রি হয়ে গেছে আমার নদী কাপড় বাক্স প্যাটরা

পুরানো স্কেচ পেন অর্ধেক শেষ হওয়া খাতা এবং

পুরোটা জীবন…;

নিবিড় কোন স্মৃতি নেই

যখনই বিছানায় যাই তখন ঘুম আসে না

প্রচন্ড বিপদের দিনেও হাই ওঠে

কাকে বলব এই অদ্ভুত সমস্যার কথা! আলস্যের কথা।

তেজী পুরুষ প্রায়শই প্রেমে কাতর হয়,

কামে উন্মাদ হয়,

মেতে ওঠে চুম্বনে, মিলোনন্মুখ তৎপরতায় হাসির উদ্রেক করে।

এইটুকু পুঁজি অথচ কি ঔদ্ধত্য! নামের কি মাহাত্ম্য!

Post a Comment

নবীনতর পূর্বতন