অস্তিত্বের স্বপ্ন - ডঃ সুব্রত চৌধুরী


স্বপ্নে দেখেছি মান ভাঙানোর বৃষ্টি

ভাসিয়ে দিচ্ছে অসার অহংকার

অসহায় সব আড়ালের মিছিমিছি -

আকাশের নীচে ভিজছে লুকানো ঘর।

 

পরিযায়ী সব পাখিরা খুঁজছে বাসা

পেয়েছে সবুজে অতিথিরা আশ্রয়

মরুভূমি থেকে ফিরছে ফটিকজল -

মিলবে সবাই প্রাণের উপত্যকায়।

 

হাওয়ায় ভাসছে ভীড়ের শব্দকোষ

একলা থাকার নেইকো ফুরসৎ

ওই পৃথিবীটা আর স্বার্থমনের নয় -

প্রেমের শিকলে ভুলেছি ভবিষ্যৎ।

 

ভিজতে থাকে ভালোবাসার রাত

স্বপ্ন তখন ভোরের দোরগোড়ায়

হায়! ঘুম ভাঙতেই থামলো স্বপ্নরথ -

আবার চোখ বন্ধের অবুঝ সভ্যতায়।


Post a Comment

নবীনতর পূর্বতন