চাঁদ যখন বড় হয়, অথবা ক্রমশ ছোট
কয়জন আকাশে তাকায়!
নিজের অজান্তেই সবাই তখন নিজেকে রাঙায়
নিত্যবৃন্দাবনে,
তাদের ব্যস্ততা যে বড় অদৈন্যের ঘাটে
নৌকো বাঁধার, পরের চিন্তায়।
জলে ছায়া পড়লেও চাঁদ যখন বড় হয়
চাঁদনী রাত ঘুমায় একা।
জীবনও অদ্ভুত খুব, কখনো দরদে মনোরম
কখনো আবার
কতকিছু ভুলে যায় সে, এই সেদিনের
পিতামহ, পিতামহীর কালের।
চাঁদ যখন বড় হয়, কেউ জন্মে কেউ মরে
কপাল সে কপালেই থাকে।
তারপরও বুক কাঁপে, মাটি কাটে স্রোতের ধারা
ভাটির মাঝিরা
গায় গান, পাড়ে জমে হাজার ইতিহাস ,
ভূগোলেরও পরিচয় পাল্টায়।
চাঁদ যখন বড় হয়, অনেক কিছুর শেষে
বেদনাবিধুর হয় দেশ।
একটি মন্তব্য পোস্ট করুন