কান্নার সমুদ্র - রবীন বসু

 


 

সামান্য বিশ্রাম নিও

তারপর হৃদয়ের উত্তাপ

ঢেলে দাও রাশি রাশি বালির পাহাড়ে.…

 

মগ্নচাঁদ তোমাকে দেখতে থাকুক

স্থির জ্যোৎস্না সামান্য জলে শুয়ে থাক

বৃক্ষহীন গুল্মলতা

আর যত শুষ্কতার আবরণ ঠেলে

তোমার ভ্রমণযাত্রা অশেষের দিকে….

 

পিপাসা গভীর হোক

আর্ত এই হৃদয়ের গান

মরে গিয়ে পুনরায় জন্ম নিক উত্তাল কান্না

 

কান্নার পাহাড় ডিঙিয়ে

সামান্য বিশ্রাম নিয়ে

আর একবার কান্নার সমুদ্রে ঝাঁপ দাও…

 


Post a Comment

নবীনতর পূর্বতন