শেষ দিনের কাছে - শুভ দত্ত

   

 

অধিকার বশে

আজ আমি সবই

নিজের বলি,

কেড়ে নিয়ে সবকিছু

নিংড়ে দিই তাদের।

হিসেবের খাতায় পথ চলে

ভেবেও দেখি না অঙ্কটা

ঠিক কিনা ভুল।

মোহ যেন লুকিয়ে রেখেছে

হৃদয়ের চাবিকাঠি।

 

পুঁতে দেব সব 'আমার, 'আমার'

নামক স্বার্থপর গাছ।

আজ মায়ার নড়বড়ে বাঁধনে

সে গাছ  প্রাণহীন।

বোধ হয় উপড়ে ফেলার

 দিন এসেছে তার।

 

দিন আসবে

সবকিছু  ফেলে রেখে যাবার,

কোন দাবি থাকবে না আমার

শেষ দিনের কাছে ।

 

Post a Comment

নবীনতর পূর্বতন