“এই, খুব সকালে সাধারণত বেশ ছিনতাই
হয়। সাবধানে যাবে।” রায়হান সাহেবের স্ত্রী মিসেস
শ্যামলী তাকে বারবার সাবধান করেই চলছেন।
ডায়েবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী পঞ্চাশোর্দ্ধ রায়হান সাহেব আল্লাহর নাম নিয়ে মোটর সাইকেল নিয়ে বের হলেন।
----
মোটর সাইকেলের পিছনে আপন জুয়েলার্সের ব্যাগ দেখে দু'টো মোটর সাইকেল রায়হান
সাহেবের পিছু লেগেছে! হঠাৎ একটি মোটর সাইকেল দ্রুতবেগে সামনে গিয়েই গতি কমিয়ে
দিল।
রায়হান সাহেব ব্রেক কষতেই পিছনের মোটর সাইকেল থেকে একজন দ্রুতবেগে তাঁর মোটর
সাইকেল থেকে আপন জুয়েলার্সের ব্যাগটা নিয়ে উল্টাদিকে দ্রুত চলে গেল। নিমেষেই
ঘটনা ঘটে গেল!
----
হাসপাতালের ডাক্তারের চেম্বারে ডাক্তারের সঙ্গে কথা বলতেই ডাক্তার সাহেব বলে
উঠলেন, "মর্নিং ইউরিন ও স্টুল লাগবে! নইলে টেস্ট সঠিক আসবে না।"
- "এখন যদি ইউরিন ও স্টুল দেই চলবে?" রায়হান সাহেব জানতে চান।
- "আপনাকে না বলেছিলাম বাসা থেকে
মর্নিং ইউরিন ও স্টুল নিয়ে আসবেন! আনেননি কেন?"
আমতা আমতা করে রায়হান সাহেব বললেন, "ছিনতাই হয়ে গেছে!"
এই জিনিসও ছিনতাই হয়? আবাক দৃষ্টি নিয়ে ডাক্তার
সাহেব রায়হান সাহেবের দিকে তাকিয়ে রইলেন!
----
রায়হান সাহের খুবই ডিসিপ্লিনড মানুষ। এত বড় একটা ছিনতাইয়ের ঘটনা হেলা করা
যায় না। তিনি দ্রুত নিকটবর্তী থানায় চলে গেলেন।
"বলুন কি কি ছিনতাই
হয়েছে।" থানার ডিউটি অফিসার জানতে চান!
"পায়খানা ও প্রস্রাব ছিনতাই
হয়েছে।" রায়হান সাহেব আমতা আমতা করে
বলেন!
ডিউটি অফিসার তীর্যকভাবে রায়হান সাহেবের দিকে তাকান! ভালো করে লক্ষ্য করেন, তিনি সুস্থ-স্বাভাবিক আছেন
কিনা! হঠাৎ বলে উঠেন, “আপনার একজন ডাক্তার দেখানো প্রয়োজন।”
“আমি এই মাত্র ডাক্তারের কাছ
থেকেই আসলাম!” রায়হান সাহেব উত্তর দেন।
একটি মন্তব্য পোস্ট করুন