সবাইকে চলে যেতে হয় —
শেষ বাঁশি বেজে গেলে।
চ'লে যাব। রাখবো না জেনো —
কোনও ক্ষোভ, অভিমান, অনুযোগ।
তবুও যাওয়ার আগে
দু'হাত বাড়িয়ে— ব'লে যাব শুধু
মনে রাখো কিংবা নাই রাখো,
যে ভালবাসা চর্চিত চন্দন গন্ধে
দিয়েছো জীবনভর –
ফিরিয়ে নিও না কোনদিনও।
ফিরিয়ে নিও না — সেই
জ্যোৎস্নার দূরবীণ,
যা দিয়ে প্রথম দেখা
মায়াভরা তারাদের ঝিকিমিকি
লৌকিক স্বপ্ন - সংসার —
অতল ঐ কাজল আঁখিতে।
তারপর স্মৃতির সরণি বেয়ে —
একদিন — দিনান্ত শেষে,
পাল তুলে মেঘের ভেলায়
চ'লে যাব — অঞ্জাতবাসে।।
একটি মন্তব্য পোস্ট করুন