বুকের মাঝে বদরক্ত জমে শুকিয়ে ছিল
অবসাদের সমুদ্রে হাবুডুবু খেয়েছি
জেগেছি মধ্যরাতে দুঃস্বপ্ন ঘেরা শহরে
আর চারদিকে আর্ত মানুষের ডাক শুনেছি।
বুকের মাঝে একটা রূপকথার দেশ ছিল
সেখানে আসা যাওয়া ছিল না দুঃখ ব্যথার
শুধুই সুখের ফানুস উড়তে থাকতো সারাদিন
আর আমি রচনা করতাম একটুকরো গল্পের।
বুকের মাঝে ছিল একটা মরা নদীর চর
সেই নদী স্রোতস্বিনী হলো তোমার পরশে
আবার খরা দেখা দিল তোমার চলে যাওয়ায়
আর এখন সেই নদী বাঁক নিয়েছে অন্য দিকে।
বুকের মাঝে ছিল রাশি রাশি সাধ আর কামনা
প্রতি ক্ষণে জেগে উঠেছিল যৌবনের উদ্বেলতা
আমি বিভোর হয়ে থাকতাম তোমার সৌন্দর্যে
আর তখনও নিষ্কণ্টক ছিল আমার জীবন।
বুকের মাঝে দীপের আলো জ্বলেনি বহুদিন
অধরা রয়ে গেল আমাদের বারোমাসের সংসার
মুছে গেল সব সাজিয়ে রাখা আবেগের কলকাকলি
আর আমার মনে প্রবেশ করল দহন।
একটি মন্তব্য পোস্ট করুন