হাইফেন সোনালী জানা


 

মিলন ছিলো না কোনো রেখায়। 

তবুও বিরহে ফোটে কুসুম।

কিছু জল আছে বিচ্ছেদের। 

স্বপ্নে নদী হয়ে আছড়ে পড়ে কবিতার ভাঁজে।

আমাদের আঙ্গুল ছুঁয়েছে সেই ক্লান্তিহীন কষ্ট।

 তবুও শিরা-উপশিরায় সবুজের সমারোহ।

 বৃষ্টি ঝমঝম।

তোমরা বলতেই পারো -দুঃখবিলাসী!

সুখ দেখবো বলে, রোজ খুলে দিই -জানালা, দরজা, ছাদ

 দু'হাত বাড়িয়ে বলি - 'বিরহী তুমি শুধু আমার...।'

সে এসে হাত ধরে।

 তারপর কোনো এক দূরপাল্লার ট্রেনের জানালায়, আবার একা হয়ে বসি।


Post a Comment

নবীনতর পূর্বতন