শুধু ক্লান্তিটুকু ঘেঁটে থেমে গেলে!
একবার হেঁটে এলে প্রশান্ত জ্যোৎস্নাপথে
হয়তো নিজেকে অন্যতর লাগতে পারত,
হয়তো ক্লান্তিকে ক্লেদ বলে মনে হত না।
সরব কথকতার মধ্যে শ্রাব্য নিয়ে রয়ে গেলে!
ওরই গহনে যত নিরুচ্চার কথাগুলি
অকথিত রয়ে গেল মূক ছটফটানির মধ্যে,
তাদের কাহিনীটুকু শুনে নিলে
হয়তো মনেই হত
নীরবতা স্বর্ণময়!
এভাবেই থাকে দেখার অন্তরে অদেখা দৃশ্যেরা,
এভাবেই থাকে ভাবার ভিতর অভাবনীয় ভাবনা,
বুড়বুড়ি কাটে অতল জলের হাতছানি,
সুগমের পাশাপাশি অগমের অবস্থান,
আপাতরম্যের সঙ্গে চূড়ান্তরম্যের সখ্য,
হৃদয়হীনতার নিবিড় অনুষঙ্গে
হৃদয়বত্তার ছড়াছড়ি,
অ-সুখের অন্তরঙ্গে সুখের উচ্ছ্বাস!
ফিরে-ফিরে দেখা--
অনুভব-রেখা।
একটি মন্তব্য পোস্ট করুন