স্বাধীনতা!
আমি চাই না তোমার আকাশ অফুরান
আমি চাই না খুলতে লজ্জার আবরণ
আমি শুধু আশ্রয়ে খুঁজি দু'চোখের বিশ্বাস
যেথা এক ছোট্ট কুটিরে হৃদয়ের উচ্ছ্বাস।
হে স্বাধীনতা!
আমি তো চলতে শিখেছি তোমার হাতটি ধরে
আমি বলতে শিখেছি তোমার ভুবনে বেড়ে
আমি অবাক থেকেছি আকাশভরা তারায়
স্বাধীনতা -
আমি স্বপ্ন দেখেছি তোমার দৃপ্ত ছোঁয়ায়।
স্বাধীনতা! এতদিন তোমার পিঠে ঘুরে
এবার ক্লান্ত আমার উড়ানের নীলাকাশ
সীমানা পেরোনো বেহিসাবি মুখগুলো
আমায় দেখিয়ে দিয়েছে কালের সর্বনাশ
আমি বুঝতে শিখেছি নয়া পৃথিবীর ক্রন্দন।
স্বাধীনতা!
এখনও যে আমি আগলে রেখেছি
আমার গর্বের শৈশব, আমার বন্দেমাতরম্।
স্বাধীনতা! তুমিতো শুধু একলা আমার নও
তুমিতো মনের আকাশে উড়তে চাওয়া সবার -
এক জীবনজুড়ে বাড়তে চাওয়া শিশুর
এক মুখোশধারী বন্ধ চোখের রাজার!
স্বাধীনতা!
এ ভরা দুর্যোগে হাল ধরে কোন্ মাঝি?
ডুবছে যেথায় ভিতর-বাহির প্রজার!
স্বাধীনতা! এবার তুমি নিজেকে বাঁধতে শেখো
আলগা দিওনা দু'হাতের বন্ধন,
একবার সিংহাসনের আসন হ'তে নেমে
সব দুঃখের ক্ষতে এঁকে দাও আলাপন।
কোন্ মায়ার জালে জড়িয়ে রেখেছো তুমি
পায়নি যারা আর পেয়েছে যারা তোমায়?
অবশেষে ফিনিক্স পাখি হয়েই দেখবো আমি
তুমি উঠতে পেরেছো গণতন্ত্রের খেয়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন