মানুষ দেখতে হলে অমানুষের মতো
বাজপোড়া গাছটা যেমন
বেমানান ঘন সবুজ জঙ্গলের ভিতর
সভ্যতার চরিত্রে দাগ লাগলে তেমনি
ঝালমুড়ির ঠোঙা ফুরিয়ে যাবে
আদ্যন্ত ভদ্রলোক খুঁজতে একটা।
তারপরও যদি ফড়েদের পাওয়া যায়
ভাতের পাতে কোদাল চালিয়ে
তখন না হয় ওদের বলে কয়ে
রেলিঙে টাঙানো রঙিন শাড়িগুলির ফাঁকে
ইশারা করে ঈশ্বরকেই বলা যাবে -
অনেক ঘুমিয়েছ
এবার একটু মশারির বাইরে এসে
খুঁজে পেতে দাও তো একটা আদ্যন্ত ভদ্রলোক।
দেখো, শিকড়ে আবার ওদের
বিষ থাকে না যেন।
তাহলে তো আবার ভানুমতীর খেলা শেষ
একটার সাথে আর একটা কিছু খুঁজতে গিয়ে
দেখা যাবে আদ্যন্ত ভদ্রলোকরা সব
শুধু গল্পই বলে গেল
চায়ের সাথে টা-টাও না দিয়ে।
ওদিকে ইলিশ ভাজা হলেও ওদের কিচেনে
সেসব গল্প চেপে ওরা বলছে সব
সম্ভাব্য যুদ্ধের কথা
তৃতীয় বিশ্বযুদ্ধের।
ভদ্রলোকের তো আর দরকার নেই সেখানে
অভদ্ররাই থাক।
একটি মন্তব্য পোস্ট করুন