আজও তোমায় খোঁজে - বিপাশা সমাদ্দার


 

আকাশে তারাদের জলসাঘরে,

কোপাইয়ের তীরে অজস্র স্মৃতির ভীড়ে ;

চাঁদের রূপোলী মায়ায় -

আজও খুঁজে ফেরে সে তোমায়।

 

শাল সেগুনের বনে,

বাউলের একতারার তানে

আজও তার মন-

তোমাকেই খোঁজে সারাক্ষণ।

 

আকাশের বুকে ঘনঘোর আঁধার নামে,

তারারা রূপকথার গল্প বলে ,

লক্ষ প্রদীপের আলো জ্বেলে -

আকাশের গায়ে খোদাই করে পৃথিবীর কথা ;

তখন কি তোমারও মনে পড়ে না , তার কথা ?

কোন এক কিশোরী মেয়ে  ,

যার কালো চুলে, যার ডাগর কালো চোখে,

যার নিষ্পাপ অধরে , যার মনের সর্বাঙ্গে -

তোমার পরাগ মাখিয়ে দিয়েছিলে ;

 

সময়ের ফেরে তাকে একলা করে চলে গেলে ;

যদি কখনো আসো ফিরে - সেই কোপাইয়ের তীরে ;

দেখবে

আজও সেই মেয়ে,

সেই কাজল কালো চোখে,

সেই অভিমানের বিষাদ মেখে ,

রাতের আঁধারে তারাদের

লক্ষ প্রদীপ জ্বালতে  বলে -

তোমার পথ চেয়ে ;

ফিরবে না তুমি তার কাছে -

সে যে আজও তোমায় খোঁজে ।।


Post a Comment

নবীনতর পূর্বতন