যতবার আমি তোমার গোলাপী ঠোঁটে
লিখতে গিয়েছি কবিতার রুবাইয়াৎ
আলতো ছোঁয়ায় ততবার আমি
মুছতে চেয়েছি দু'পারের অতলান্তিক দূরত্ব -
ঠিক যেমন রূপসী আমাজন বেয়ে
ছুটতে চায় আদিম অস্পৃশ্য আফ্রিকা।
ছুটতে চায় প্রশান্ত সাগরের প্রবাল ঠিকানায়
ভালোবাসার তৃষ্ণার্ত চাতকেরা
যারা উড়ে গেছে দানবের কুঞ্চিত ইশারায়
যৌবন কাঁধে নিয়ে যেথা আজও দাঁড়িয়ে
আমার বিষণ্ণ পৃথিবীর অ্যাটলাস।
চুম্বনের অপেক্ষায় সেই যুগান্তরের বিরহীরা
একদিন মন বেয়েই মুছবে নিঃসঙ্গতার দূরত্ব
বাঁধবে উদগ্রীব মানুষের দুই গোলার্ধ।
ঘোমটায় লুকিয়ে থাকা অদম্য ইচ্ছাই
এবার জুড়বে মনের রোগজীর্ণ ফাটল...।
একটি মন্তব্য পোস্ট করুন