একটি অযাচিত মৃত্যুর ময়না তদন্ত - গোবিন্দ মোদক

 

কোনও কোনও মৃত্যু বড়ো বেশি চুপচাপ

গম্ভীর, শান্ত, সমাহিত আর বিষণ্ণ

দেবদারু গাছটা পর্যন্ত থম মেরে থাকে শোকে

বাতাসটা নিতান্তই ভারী, শোকাবহ

অনিবার্য একটা বৈরাগ্য দোল খায় সময়ের তারে

নির্নিমেষ নৈঃশব্দ বড়ো বেশি টোল খায়

আশেপাশে উদ্গত কান্নাদের ভিড়

অথচ প্রবেশের পথ পায় না তেমন করে।

 

কোনও কোনও মৃত্যু আবার বড়ো বাঙ্ময়, রঙিন

উচ্চকিত গাম্ভীর্যের ছদ্মাবরণের আড়ালে

লোক দেখানো শোকপ্রকাশের হিমায়িত প্রচেষ্টা

অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের ঝলকানির তোড়ে

বড়ো বেশি উচ্চকিত, আভিজাত্যপূর্ণ, সরব

অসংখ্য সুগন্ধি ধূপের হাহাকার-পূর্ণ

রজনীগন্ধার সবাক উপস্থিতি তাকে দ্বিধাগ্রস্ত করে।

 

অথচ তোমার মৃত্যু এই দু’টোর কোনোটাই নয়

বরং নিতান্তই কোলাহলপূর্ণ

আর পুলিশি তৎপরতায় ভরপুর

অসংখ্য ঔৎসুক্য তোমার মৃত্যুকে বারোয়ারী করে তোলে

যেখানে কোনও ছন্দ নেই, আড়াল নেই

নেই সঘন গহন তাপ-উত্তাপের রকমফের।

এমনটিই কি চেয়েছিলে তুমি? কে জানে!

 


Post a Comment

নবীনতর পূর্বতন