আধখানা মেঘ - বাপ্পা দত্ত


গোলাপ ফুল পাপড়ি নেড়ে ডাকে

সোজা পথে চলতে যখন চাই

ছাদের উপর মারছে উঁকিঝুঁকি

বাবুই বাসা বুনবে বুঝি তাই

 

ঝপাৎ করে দাঁড় পড়লো জলে

মেঘগুলো সব উড়ছে হাওয়ার তালে

বৃষ্টি বোধ হয় হবে কিছুক্ষণ

ভাবনা থাকে জমে আমার মন

 

শ্যাম বনানী রুক্ষ বেশে আজ

ভরিয়ে দেবে বৃষ্টি সরসতায়

কানায় কানায় দৃষ্টি যতদূর

উল্লাসেতে সেই তো এখন মাতায়

 

দোলের দোলায় নাচছে কচিপাতা

কৃষ্ণকলি পরাগরেণু গাঁথা

টালবাহানার সময় আজি শেষ

অসময়ে পিষছে এখন জাঁতা

 

পথের শেষে দুপুর মেশে ওই

জীবন বাঁকে ব্যস্ত ঘড়ির কাঁটা

দীপ্ত জাগি তিরতিরিয়ে উঠে

গনগনে চাঁদ দিগন্তে শুধু হাঁটা।

 

গলায় কলসি কাপড় দিয়ে আজ

সাঁকোর ধারে ইচ্ছে মতো ভাস

চেয়ে দেখে ধ্রুবতারা ওই –

বাতাস স্বপ্ন মাখবে নিশ্চয়

 

Post a Comment

নবীনতর পূর্বতন