কালের অঞ্জলি পটে এঁকে যাই
বর্তমান সমাজ জীবনের প্রতিচ্ছবি
লিখে যাই কাব্যকথা
মহামানবের জয়যাত্রার জয়গান ।
শরৎ অঙ্গনে ঝরে পড়ে কাশ-শিউলি
ক্লান্ত শেফালির ঝুলন্ত আঁচলে
ভেসে ওঠে দুর্গামায়ের ছবি ;
নব সুর ছন্দমালায়, মন হয়ে যায় কবি
নবীন ফুলমঞ্জরীর ব্যাকুল বিলাপে
আত্মকথনে লেখে আধুনিক কবিতা ।
আকন্দের সাদা ফুলে, কালো ভ্রমরের গুঞ্জন
গুন্ গুন্ সুরে মৌমাছিদের মন উচাটন
চিকন ঝাউয়ের মর্মর সমীরনে
গল্পকথার ফুলঝুরি ছোটে ।
দাদরার মধুর তালে কবিমন
সংগীত , নৃত্যে , উচ্ছ্বাসে মেতে ওঠে ,
চারিদিকে আনন্দ উচ্ছ্বাসে, নবপ্রেরণায়
নতুন প্রতিভা প্রজন্মের সৃষ্টি হয় ।
একটি মন্তব্য পোস্ট করুন