চোখের ভিতর রাতবিরেত
বুকের ভিতর একটু আশা
রাতের আলো গভীর হলে
আলো হয়ে যায় ছোট্ট বাসা।
মিছে খানিক আবদারের ঝুলি
বেলা বাড়লে হারায় কোথায় ?
জ্বরের ঘোরে কাঁপুনি আসে
আলো আলো একটু ব্যথায় ।
জানালা দিয়ে শহর নামে
বালিশের পাশে জোনাকির বাড়ি
ঘুম ভাঙলে হঠাৎ দেখি
অন্ধকার লিখছে অজুহাতের আড়ি।
একটি মন্তব্য পোস্ট করুন