সাধারণ চোখ - অজিত কুমার জানা


আধময়লা গেঞ্জি পরে,

উস্কোখুস্কো তেলচিটে চুল,

কোঁকড়ানো প্রাকৃতিক রূপ।

ছোট বড়ো সব পথ মাটির,

দুইধার ঢাকা সবুজ মাদুরে।

খানা-ডোবা ঘোলাটে জল,

দড়ি বাঁধা ছাগল গরু।

 

অগোছালোর ভিতরে গোছালো ভাব,

কঞ্চি জড়িয়ে মাচায় ঠে,

লাউ, বটবটি ও ঝিঁকেগাছ।

ভিতরের অনুভুতিগুলো অপুষ্টিতে,

জরাজীর্ণ কিন্তু স্বাভাবিক।

 


Post a Comment

নবীনতর পূর্বতন