অ্যাকোরিয়ামে রাখা রঙিন মাছগুলোর মত তোমার মলিন মুখ
অথচ সমুদ্র বেলায় কত প্রাণোচ্ছ্বল তুমি
ভালোবাসাকে রঙিন অ্যাকোরিয়ামে বন্দী করে চোখ- সাঁতার দেব
এমন আহাম্মক নাই বা হলেম
নাই বা হলেম বন্ধকী কারিগর
হলেম বা এক আরব বেদুঈন!
ঘোড়ার ক্ষুরে স্বপ্ন উড়ান
রোদমহলে স্নাত শীতল শরীর
অথবা জ্যোৎস্না বেটে গায়ে-হলুদ ত্বত্ত্ব
কী এমন ক্ষতি বলো তাতে....??
একটি মন্তব্য পোস্ট করুন