তুমি তো - উৎপল গুহ


 

তুমি তো হতেই পারতে —

ভোরের গান—পাখির শিসে,

বিহানে সাঁঝবাতির আলো।

তুমি তো মেশাতে পারতে —

রামধনুতে ভালবাসার রঙ,

গোধূলিয়ায় রাখালিয়া বাঁশি।

হ্যাঁ, তুমি তো হতেই পারতে —

টিনের চালে বৃষ্টির রিমঝিম,

আসমানে রূপালি জোছনা।

 

কিন্তু দেখআজ রাতে ঠান্ডাটা

জমিয়ে পড়েছে - কি নিদারুণ।

এসো হাতে হাতে জড়ো করি—

খড়-কুটো, শুকনো ডাল-পাতা,

কাছে বোসো, জ্বালিয়ে দাও—

রং মশালের - রঙিন বাহার।

স্বর্গ থেকে চাঁদের রথে করে

আকাশটাকে নামিয়ে আনো—

মর্ত্যলোকে, আমাদের এ ঘরে।

 

জানি, আজও তুমি চাইলেই পার

স্নিগ্ধ — উষ্ণতায় ভুবন ভরাতে।।


Post a Comment

নবীনতর পূর্বতন