চোখ খুললেও অটল গণিত
চোখ বুঝলেও তাই
সিঁড়ি ভাঙলেও অঙ্ক শুধু
সিঁড়িতে বিশ্রাম ।
রাত নামলেও ঘুমের ঘরে
জল পড়ে টুপটাপ
শব্দ ওঠে দাঁড় টানার ওই
ভাঙছে নদীর পাড় ।
তাই বুঝি ঐ প্রুফ-শিটে রোজ
চোখ বুলিয়ে নেওয়া
সেখানেও সব বাজে কথা
ঘুম আসে না তাই ।
এর মধ্যেই কখন আবার
ঈশ্বরের জয়গান
প্রবল থেকে প্রবল হলে
ঘুম আসে না আর ।
দূরের ঐ টাওয়ার থেকে
এভিয়েশন লাইট
ঘন ঘন চোখ মারে তাই
জ্যোৎস্না মরে ছাই ।
এরই মধ্যে বেশি চাওয়ায়
ঘুম আসে না আর ।
একটি মন্তব্য পোস্ট করুন