আমার ভিতরে অন্য আমি,
লুকিয়েছি নিজের সত্ত্বা,
বাকরুদ্ধ আজ আমার হাসি, কান্না।
জ্বলছে শুধু মানহানির লেলিহান শিখা,
আমার যে পথ চলা ছিল একা..,
হাজার শব্দ নির্বাক রয়ে গেলো সেথা।
নিজেকে যাচাই করার আর ইচ্ছা হয় না,
প্রতিযোগিতা শব্দটা আজ ভীষণ ডরায়।
নিজের সুখ দুঃখ নিয়ে ভেসে থাকি নিরালায়,
কেই বা গেঁয়ো যোগীকে ভিক দিতে চায়..?
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়,
তাইতো শব্দগুলো নির্বাক হয়ে রয়ে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন