এখানে এখন সদ্য বৃষ্টি শুরু হয়েছে
নির্ভেজাল মাটির উঠোনে পা ছড়িয়ে বসে মা
কাঠের উনুনে রান্নায় ব্যস্ত থাকতেন
এখন তা আর হয় না,
দু'টো ঘরের মিল খুঁজে পেতে গিয়ে তলিয়ে গেলাম বৃষ্টি ফোঁটার সাথে
ছোট্ট শিশুটি হঠাৎ ঘুম থেকে উঠে খুঁজে চলে স্বজন
কি যন্ত্রনা বুকে নিয়ে দিন কাটছে কেউ খোঁজ রাখে না।
আমি আবার কে, কেউ না, মাটিতে গজিয়ে উঠি
আবার প্রকৃতির কোলে হারিয়ে যাই অবলীলায়।
গানের বিরহ সুর শুনতে শুনতে যমুনার জলে
খুঁজি তোমাকেই
হে সভ্যতা, তোমার সাজানো চার দেওয়ালের মাঝে
এভাবে না রেখে ধূলায় মিশিয়ে দিও
সবুজে সবুজে পরিণত হই বনমহোৎসবে।
একটি মন্তব্য পোস্ট করুন