যে কথা তোমাকে বলি, মন কেড়ে নেয় ফের,
যে কথা সাজিয়ে রাখি ‘বলব-বলব’ করে,
মন বলে ওঠে মনে--ভাঙুক কথার ঘের,
যার জন্য রাখা কথা, শুনুক বুকের ঘরে।
কিছু-কিছু বলা কথা, না-বলা কথাই বেশি,
ছুটে যেতে যায় যেন তোমার স্মৃতির দিকে,
বলা না-বলা কথায় সুগহন ঘেঁসাঘেঁসি,
একে অপরের দিকে চেয়ে থাকা অনিমিখে।
হারাল যে কথা মাঝে পথের উপান্তে যেতে,
তাদের না-বলা ব্যথা জেগে থাকে ধুলো মেখে,
কেউ বা অচেনা পথে চলার আনন্দে মেতে
চলে যায় আনমনে ব্যথায় পরশ রেখে।
যা কিছু হারায়, জানি--হারায় না একেবারে,
যা কিছু স্মৃতির দুখ সুখ হয়ে জাগে বুকে,
চলে গিয়ে ফিরে আসে অনুভবে বারেবারে,
দিন যায়, রাত যায় অতীতের অভিমুখে।
একটি মন্তব্য পোস্ট করুন