Alt বিচ্ছেদ - সন্ময় চক্রবর্তী




তোমায় আক্ষরিক অর্থে ফিরে পাওয়া যাবে কি? 

খাতার পাতায়, ছত্রে ছত্রে লেখা

অর্থহীন আবেগের বেমিল সঙ্কলন

তোমায় কি আর প্রভাবিত করে…

মৃতবৎসা প্রেমের করুণ আকুতি

নিমেষে তলিয়ে যাবে জমকালো নৈশভোজে

তার সাথে স্বাদ মেলানো রক্তিম সুরা

সারস গ্রীবা গেলাস বেয়ে নেমে যাবে তোমার গলায় 

হৃদয়ের পাশ কাটিয়ে ঠাঁই পাবে পাকস্থলীর অ্যাসিড নরকে

এভাবে কি প্রেমিকার মন জয় করা যায় নাকি? ধুর!

 

তার চেয়ে যাই, পথ কুকুরের দলে ভিড়ে যাই

ভুখা সারমেয় দলে যোগ দিয়ে শুঁকে ফিরি অলিগলি

দলাপাকানো আবেগগুচ্ছ আস্তাকুঁড়ে পাক শান্তির ঘুম

সম্মিলিত ব্যর্থ প্রেমের ভারে ডাস্টবিন উপচে পড়েছে

চাঁদের আলোয় রাজপথ জুড়ে আবেগের ছড়াছড়ি

পথকুকুরের তাইতো জমেছে মোচ্ছব, রিক্তের নির্লজ্জ হৈচৈ

পরম আবেশে দোলাই মাথা , হাহাকারের বেলা গিয়েছে কেটে

 

Post a Comment

নবীনতর পূর্বতন