মেঘ ও মানুষ - সোমা মুৎসুদ্দী


 

মেঘ ধরতে চাওয়ার বাসনা আমার আজীবনের,

মানুষের মনের জগৎ ঠিক এমনই

যাকে পাবে না তার প্রতিই তার অদ্ভুত পাওয়ার এক আকাঙ্খা

ঠিক তার মনোজগতে তৈরি হয়ে যায়।

বনলতা সেনকে কে কবে দেখেছে ধানসিঁড়িটির তীরে,

মনে মনে আমিও যে সত্যিকারের বনলতা সেন হতে

কাজলের কালোয় রাঙিয়ে নিয়েছি বহুবার চোখ জোড়া

জানি হাজার বছর ধরে আমার জন্য কেউ অপেক্ষা করেনি।

এই যেমন ঝুম বৃষ্টিতে আমার ভীষণ ইচ্ছে করে পাহাড়ের কাছাকাছি,

কোনও একটা কটেজে থাকতে।

কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূরের সবুজ পাহাড়টার সৌন্দর্য উপভোগ করতে,

কিন্তু বাস্তবে তখন শহরের ইঁট পাথরের বারান্দায় দাঁড়িয়ে।

না দেখি পাহাড়, না দেখি হঠাৎ চোখাচোখি হওয়া কোনও এক আগন্তুক,

দেখতে যে অবিকল রবীন্দ্রনাথের মতো।

পাবো না জেনেও ধরতে চাই মেঘ, দেখতে চাই পাহাড়

নয়তো হঠাৎ চোখাচোখি হওয়া কোনও এক আগন্তুক।


Post a Comment

নবীনতর পূর্বতন