আরব্ধ অধ্যায় - রবীন বসু

 


রাত গাঢ় হয়, ব্যোম নেমে আসে পৃথিবীর কাছে

জোনাকিরা গল্প করে ডানা খুলে রেখে রাতভোর

বিষাদ বিছানো এইসব গল্পের মায়া পিঠে নিয়ে

গ্রহান্তরে পাড়ি দিতে গিয়ে কারা পেতে দিল ক্রোড়?

 

মমতা মাখানো সভ্যতার দিকে রাত্রিচর পাখি

নেমে আসে, গাঢ় নৈশব্দ্যের স্তব্ধতায় যেন ঢাকা

নদী জল তারা ও বৈষ্ণবী আখড়া চেয়ে থাকে দূরে

যে পথে সীমানা ঘেঁষে চলে গেছে গো-গাড়ির চাকা।

 

উদাসী মানুষ হাঁটে, লাল মাটি উঁচু নিচু টিলা

যতটা বিদ্রূপ আর চাঁচাছোলা ব্যঙ্গ তির্যকতা

নিপুণ সজ্জিত বাণে অন্তর্ভেদী, ততটাই যেন

মাথা নিচু করে প্রণামে অস্থির সে আন্তরিকতা।

 

রাত শেষ হয়, আলোর পৃথিবী জাগে অনুধ্যায়

রূপকথা ভেসে থাকে সভ্যতার আরব্ধ অধ্যায়।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন