খুশির ছোঁয়া - সুব্রত চৌধুরী


দুর্বা ঘাসে শিশির হাসে

আগমনীর গানে,

ঊমা আসছে ঘোটক চড়ে

বাপের বাড়ির টানে।

 

পুজোর ক’দিন তাক ধিনা ধিন

বাজবে খুশির বীণ,

ধুনুচি নাচে মাতবে সবাই

দুঃখ হবে লীন।

 

সুরে সুরে বাজবে বাঁশি

বাজবে কাঁসর, ঢাক,

সবাই ভুলুক দুঃখ ব্যথা

সুখের ছোঁয়া পাক।

 

Post a Comment

নবীনতর পূর্বতন