দ্বিধা - তৈমুর খান


তোমার হারিয়ে যাওয়া নাকছাবি খুঁজতে আসিনি

জ্যোৎস্নার পাহাড়ে কারা কান্না রেখে গেল?

কারা সারাদিন অপেক্ষা করেছিল একজন মানুষের?

আমি তাদের জন্য এসেছিলাম।

 

 কোথাও রাস্তা পাইনি

 মৃত্যুর অন্ধকারে ডুবে আছে দেশ

 ধর্মের শিকারি এসে ছুঁড়ছে বিদ্বেষ

 কোথাও হৃদয় রাখার হৃদয় নেই

 আস্ফালনে আস্ফালনে আগুন জ্বালায়।

 

 সম্পর্ক পুড়ে গেলে কী দিয়ে বেঁধে রাখবো তবে?

 ভাঙা আয়নায় দেখি ততোধিক ভাঙা মুখ

 ছুঁতে পারি নাকো দূরে কাছে যারা যারা আছে

 বিশ্বাসে অবিশ্বাসে হাত ধরাধরি উৎসবে এসেছে

Post a Comment

নবীনতর পূর্বতন