এক ফালি প্রত্যাশা আঁকছি আমি
অবহেলার ক্ষীণ শ্বেতশুভ্র ছায়াপথে;
একলা চাঁদের সঙ্গে কাঁদে
অভিমানী ঋক্ষ রুপালি রজনীতে।
স্থবির সময় নিঃশ্বাস নেয় পুনরায়
অপেক্ষার পাহাড়ে বৃষ্টি নামলে,
বিলুপ্ত স্মরণরেখার আলপথে
বিগত স্মৃতিকণিকা ফিরে আসলে...
নৈঃশব্দ্যে আমি অনুজ্ঞা খুঁজেছি
অনুত্তরে উজ্জ্বল বাদামী সম্মতি,
ধৃষ্টতা সব আমারই ছিল
নিঃসন্দেহে আমি তা মানি!
একটা কথা তবু জানার ছিল
পারলে জানিও ধূসর প্রতীক্ষাকে;
মন কেমনের বৃষ্টি এলে
একবারও কি মনে পড়ে আমাকে!
একটি মন্তব্য পোস্ট করুন