আবার যদি ফিরে আসি
নতুন করে উপন্যাসটা লিখবে তো?
এই জন্মের সব না পাওয়ার-
জমাট বাঁধা অভিমানেরা
যেন মুক্তির আকাশ খুঁজে পায়।
প্রশ্ন জাগে...
নতুন রূপে, নতুন নামে-
অপেক্ষারত কন্টকহীন
কাঙ্খিত মিলনপিয়াসী পরজন্মে
খুঁজে নিতে পারবো তো-
আজকের অসমাপ্ত উপন্যাসকে?
স্রোতস্বিনী নদীর মতো অবাধ্য হবো,
মৃত্যুর সাথে থাকবে আমাদের
গোপনে মৈত্রী স্বাক্ষর।
উপন্যাসের শেষ পৃষ্ঠাতে লিখে যাবো
অতীত ইচ্ছেদের স্বেচ্ছামৃত্যুর-
অমর প্রেম পর্যায়।
একটি মন্তব্য পোস্ট করুন