যেক'টি নক্ষত্রদিন - কৌশিক চক্রবর্ত্তী

 

এই অন্তর্বর্তীকালীন সময়ে আমি তোমার কথা ভাবি

আর ঢেউগুলো সাক্ষী দেয় বর্তমান কয়েকটা বিপর্যস্ত দিনের-

বিপর্যয় মানে তারাখসা - একথা তুমিই প্রথম বলেছিলে

আর সকলের অলক্ষ্যে বেড়ে উঠেছিল বৃক্ষজীবন...

 

ছায়া নির্ভরযোগ্য

নদীর দু'পাড়ে তাই তোমার পুঁতে যাওয়া উলুখাগড়ার বন

চিহ্ন বলতে নির্লিপ্ত আঁচড় আর দু-একটা অকাল হলুদ পাতা-

 

নদী সময়োপযোগী

প্রয়োজনে পারাপারের আগে বেছে নিই পা ভেজানোর জল...

প্রত্যেকদিন নৌকার ওপর ছড়িয়ে দিই স্মৃতি-

এভাবেই আনাচেকানাচে গোপনীয় নক্ষত্রদিন-

 

একসময় এসে পড়ে নৌকাপ্রসঙ্গ

অযাচিত উলুখাগড়ার সামনে উন্মুক্ত আঙুল-

কিন্তু কার হাতে লিখে দেব ঢেউয়ের বিস্ময়?

অন্ধকার যেটুকু ছিল তা রাখা আছে বিপরীত দিকেই...

 

আপাতত আমি একা নই

আমার পায়ে প্রতিজন্মের অতলান্তিক যাতায়াত...

Post a Comment

নবীনতর পূর্বতন