অনির্বচনীয় - সৌরীণ মুখার্জী

 

অজস্র নিকষ পেরিয়ে বহুদূরে

জেগে আছে চাঁদবাঁশের পাতার ভেতর 

কবিতার মায়াজাললকটাকে হাওয়া দেয়—

মণিপুর...

 

পাহাড়িয়া সুর ভাসে ছবি-আঁকা বিকেলে

পুড়ে যাওয়া পথের ধারে বেজে ওঠে বোল

নাচ হয়—

মণিপুর...

 

ভোররাতে ঘুম ভাঙলে 

পড়ে থাকে কবিতার পাতা,

আলপথ জুড়ে গড়িয়েছে লাল,

ঠিকরোয় আলোবোধহয় আগুন—

মনিপুর...

 

বৃষ্টি নামলো,

নির্বস্ত্র মিছিলে কোনো নারী নেই 

কেবলই মানুষের ঘন ছায়া


Post a Comment

নবীনতর পূর্বতন