জায়গা - সন্তোষ ভট্টাচার্য্য

  

 

কিছু জায়গা ছেড়ে রেখো

যাওয়ার আগে সে বলে গিয়েছিলো।

কেউ কেউ কাছে আসে যদি

যদি ভালোবাসে

যদি আশা দেয় অতীত সকাশে

তাদের জন্য জায়গা রেখো।

অথবা যারা দূর থেকে জানায় সহানুভূতি

দেয় ভালো রাখবার প্রতিশ্রুতি

একদিন তাদেরও কিছু জায়গার

প্রয়োজন হবে।

ঘর তো সবাই চায়।

নিচালা যদি হয় হোক, তাই হোক।

আমি মাঠে যেতে যেতে আকাশকে দেখি, জায়গা খুঁজি

আমি জলে যেতে যেতে আকাশকে দেখি, জায়গা খুঁজি

আমি আকাশে যেতে যেতে আকাশকে দেখি, জায়গা খুঁজি

কখনো জায়গা মেলে অথবা মেলে না।

আশা দিয়ে ভালোবাসা দিয়ে এক ঘর

ঘরের সন্ধানে তাই ছোটে যাযাবর।

রাত্রিদিন মনের অখোলা ঘরে জায়গা ছেড়ে রাখা

রাত্রিদিন কারো যেন অপেক্ষায় থাকা।

দেখি পড়ন্ত রোদ্দুর, দেখি সমুদ্দুর।

মুগ্ধের মতন কতো পড়েছি বেদ, দেখেছি বেদেনী।

অনেক আশ্বাস শেষে ভরসা মেলেনি।

বিদায়ের বিজ্ঞাপন হাওয়ায় সাঁটিয়ে দিয়ে

তাই লীলাময়ী জ্যোৎস্নায় পথ চলা।

জায়গা ছিলো, জায়গা রেখে গেছি

খুঁজে পেতে কানে কানে তাকে বলা।

Post a Comment

নবীনতর পূর্বতন