চেয়ে থাকি পথের দিকে আকণ্ঠ স্মৃতির বেসাতি গায়
হৃদয়ের চিলেকোঠার ভাঙা জানালায় ফুটে উঠে কৈশোর,
ক্রিকেট খেলার হলুদ বলটা কোথায় হারিয়েছে...
ভাঙা কাচের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যায় সময়চোর।
এগোয় ইচ্ছেদের পালকি প্রতিমুহূর্ত নতুনের পথে
পথে পড়ে থাকে রোদ্দুর অভিমানের,
মনছোঁয়া চিরকুটগুলো কবে থেকেই গুছিয়ে রাখা
খোঁজ নেওয়া হয় না আর ফেরারী মনের।
আঁধারি আলোয় গোধূলির মায়াঘেরা রূপকথা...
বিছানো শিতলপাটি আর লণ্ঠনের আলো...
আজো সংগোপনে হাতছানি দেয় ভেতরঘরে,
মায়াবী আঁচলের খুট মোছায় না আর চোখ
ছলোছলো।
এখন অবিশ্রান্ত বৃষ্টিধারার বারমাস্য শ্রাবণের
বৃষ্টিফোঁটা তেমন আকুল হয়ে ডাকে না,
দুপুর রোদে পিঠ দিয়ে কেউ চুলে বিলি কাটে না...
নকসী কাঁথার মায়ায় কেউ বুকে জড়িয়ে থাকে না!
একটি মন্তব্য পোস্ট করুন