পুজো মানে সবুজ মাঠে
বরফসাদা কাশ,
প্রভাতবেলায় ঝলমলানো
শিশিরভেজা ঘাস।
পুজো মানে উঠোন জুড়ে
শিউলি ফুলের ধুম,
ঢ্যাং কুড়াকুড় বাদ্যি শুনে
হঠাৎ ভাঙা ঘুম।
পুজো মানে ভরা দিঘির
শাপলা শতদল,
উথাল পাথাল নদীর জলে
ঢেউয়ের কোলাহল।
পুজো মানে নীল আকাশে
বক আর গাঙচিল,
বাঁধভাঙা সেই খুশির জোয়ার
আমোদ অনাবিল।
একটি মন্তব্য পোস্ট করুন