শারদীয়া - সৌমেন কর্মকার


আশ্বিনের মাঝামাঝি, আসে মধুর আমন্ত্রণ,

চকিত মননে জাগে আনন্দ, মাতোয়ারা রব।

বেজে ওঠে কাঁসর ঘণ্টা, ঢাকের আওয়াজ,

চিরাচরিত শ্রেষ্ঠ মোদের বাঙালির উৎসব।

 

গ্রাম-শহরে বাজার-দোকান ভিড়ে মশগুল

দিকে-দিকে মানুষের কেনাকাটা কতখানি।

পোশাক-বেশ-অলঙ্কার, দ্রব্য সামগ্রী, খাদ্য

রংবেরংয়ের সুসজ্জিত আবেগধরা বাণী।

 

মাঠে-ঘাটে-নদী-বনে মাথা দোলে কাশবন,

সোনা রোদের ছায়, শরতের নীল আকাশে।

ভেসে চলে যায় পেঁজা-তুলো মেঘের ভেলা,

শিউলি ফুলের গন্ধ বিহবল, স্নিগ্ধ বাতাসে।

 

দিগন্ত জুড়ে আকুলতা, প্রকৃতি ঝলোমলো,

মায়ের আগমনী বার্তা সকলেরই ঘরে-ঘরে,

রথের থেকে মহালয়া ঢের তুমুল আয়োজন

আট থেকে আশি, সারাবছর অপেক্ষা করে।

 

নতুন জামা, নতুন শাড়িতে, নতুনত্বের সাজে

প্যান্ডেলে-মণ্ডপে জমজমাট মানুষের ঢল।

রংবাহারী সাবেকি, থিম-আলোর রোশনাই

পাঁচদিন শুধুই ঘোরাঘুরি, ভুরিভোজ অতল।

Post a Comment

নবীনতর পূর্বতন