কুমোর পাড়া - প্রদীপ কুন্ডু


খড়ের বাঁধন কাঠামোতে

যত্ন সহকারে,

নিপুন হাতে মাটির প্রলেপ

শিল্প সমাহারে।

 

উঠছে গড়ে মায়ের মূর্তি

দুর্গাপুজোর আগে,

সবাই যখন ঘুমায় তখন

কুমোর পাড়া জাগে।

 

মাটির উপর রঙের প্রলেপ

পড়ছে তুলির টানে,

ব্যস্ত শহর অলিগলি

উৎসব মুখর গানে।

 

আগমনী বাজবে যখন

মহালয়ার ভোরে,

আঁকা হবে মায়ের নয়ন

মাকেই প্রণাম করে।

 

আর ক'টা দিন তারপরে সব

বন্ধ আলোচনা,

শূন্য হবে কুমোর পাড়া

শুরু প্রহর গোনা।

 


Post a Comment

নবীনতর পূর্বতন