ব্যথাতুর হৃদয় - বিবেক পাল

 
রাতের শিশিরভেজা ঘাসে ঘুমিয়ে রয়েছে

শিউলি বকুল ; বিল জুড়ে নিশীথে ফোটে

শাপলা,শালুক পদ্মের সাথে ,

মনজুড়ে আশ্বিন –


শরতের মিঠে রোদে ডানা মেলে গাঙচিল

নদীতীরে হাওয়ায় দোলে কাশফুল –

ঢাকের বাদ্যিতে অকালবোধনের সংকেত,

ভিজে মাটির সোঁদা-গন্ধে অভুক্ত পেটে জ্বালা ধরে!


"শ্রেণী শুধু মন নয়, শ্রেণী বাঁচার বাস্তব"

মনুষ্যত্বে আঘাত হানে , গণতন্ত্রের পূজারীরা

নামাবলী জড়িয়ে গায় –


নীরব অভিমানে বয়ে যাওয়া স্রোতে

ভেসে যায় মনুষ্যত্বের চিতাভস্ম!

আকাশে সঞ্চরণশীল বাষ্পরাশি

নেমে আসে শোকের আঁধারে।


ব্যথাতুর হৃদয় তবুও খোঁজে তোমায়

দিবানিশি,

তব লাগি নয়নে নয়নে সজল মেঘরাশি।




Post a Comment

নবীনতর পূর্বতন