দেখা হয়ে যাবে - মৌমিতা দে সেনগুপ্ত


বৃষ্টি হয়ে ছুঁয়ে যাব তোমার বারান্দা

চেনা ডাকনাম থেকে যাবে কার্নিশে...

মেঘের অছিলায় থেকে যাব

শহরে তোমার 

যখন পড়বে মনে

ঝিরিঝিরি বৃষ্টিবিন্দু খুব কাছে।

 

ঝিম গোধূলির আবিরের রঙ নিয়ে

উড়ে যাব শঙ্খচিল হয়ে,

দেখা হয়ে যাবে 

পুরনো কোনো বন্দরের বুকে

রঙিন মেঘের পরত চিরে চিরে.....

 

Post a Comment

নবীনতর পূর্বতন