শৈল্পিক - বিজুরিকা চক্রবর্তী


বর্ণনা করো দেহসৌষ্ঠব আমার-

শৈল্পিক ভাব ফুটে ওঠে নাকি তাতে ,

আহা! আহা! করে বিস্মিত হয় বিশ্ব-

খ্যাতির চূড়া ধরা দেয় এক রাতে

 

বুক, পিঠ, পেট, উরু, নিতম্ব, ওষ্ঠ,

নিখুঁতভাবে ফুটে ওঠে সেই শিল্পে;

সত্তা তোমার উচ্চতা লাভ করবেই!

যুগ যুগ ধরে সৃষ্টির প্রকল্পে।

 

এরকমই তো হওয়ার কথা তাই না?

এটাই সঠিক, বিরোধ করলে সে ভুল;

তুমিই আবার এক আঙ্গিকে ভাববে-

"দেবীর হাতে মানায় কেবল ত্রিশূল ।"

 

এই কারণেই বর্ণনাতীত মানবী-

'চোখের আরাম' হয়ে যায় এক নিমেষে!

"অমুকের সে তমুক" বলতে দ্বিধা নেই,

পরিচয় তার এর বেশি কি যায় আসে?

 

হয়তো বা আজ পরিচিতি দিয়ে ফেললেই-

পরমুহূর্তে শৈল্পিক সেই সত্তা,

গুলিয়ে করছে মাথার ভিতর তোলপাড়?

তবে ভুলে যাও তার পরিচয় অগত্যা

 

এইভাবেই তো অভ্যস্ত আমরা!

বাহবা দিতে নিজেরাও থাকি মগ্ন,

স্ত্রী অধিকারের ভাষণ দেয় যে বক্তা-

তার মনেই কি হয়ে আছি চির নগ্ন?!

 

ভাবো সমাজ, ভাবতে শেখো এইবার,

চুড়ি এখন উভলিঙ্গের সজ্জা;

আমার একার ভূষণ কিন্তু নয় সে-

মানবজাতির সভ্যতা হলো লজ্জা।

 

তাই এবার আমরা যুক্তিতর্ক উড়িয়ে-

যদি তোমাদেরই নিয়ে প্রকাশ্যে রচি শিল্প?

আগুন তখন সামাল দিতে পারবে?!

দগ্ধ হওয়ার খুঁজে নিও বিকল্প


Post a Comment

নবীনতর পূর্বতন